This section contains a wealth of information, related to Chattagram Chattrinibas and its background. If you cannot find an answer to your question, make sure to contact us.
প্রত্যেক শিক্ষার্থীকে প্রবেশ ও বাহির এর সময় গেইটে সংরক্ষিত ডিজিটাল মেশিনে ছাত্রীনিবাস কর্তৃক প্রদত্ত আইডি কার্ডটি পাঞ্চ করতে হয়। এর মাধ্যমে তাদের ডাটা সমুহ সংরক্ষিত হয়।
আছে। যথাসময় পরবর্তী 10 তারিখের মধ্যে পরিশোধ করলে অতিরিক্ত 100/- দিতে হবে। চলমান মাসের 15 তারেখের মধ্যে পরিশোধ করলে অতিরিক্ত 200/-টাকা দিতে হবে। 15 তারিখের মধ্যে সম্ভব না হলে 300/- টাকা অতিরিক্ত দিতে হবে।
যে মাসে সিট বাতিল করা হবে সে মাসের পূর্ববর্তী মাসের 5 তারিখের মধ্যে অভিভাবকের স্বাক্ষরসহ দরখাস্ত জমা দিতে হবে এবং যাবতীয় পাওনা পরিশোধ করতে হবে। নতুবা ফি অব্যাহত থাকবে।
যে মাসে সিট বাতিল করতে চায় তার পূর্ববর্তী মাসের 05 তারিখের মধ্যে অভিভাবকের স্বাক্ষরসহ দরখাস্ত জমা দিতে হবে এবং যাবতীয় পাওনা পরিশোধ করতে হবে। নতুবা ফি অব্যাহত থাকবে।
বাস্তবিক অসুস্থতার জন্য তত্ত্বাবধায়কের সাথে আলাপ করে তার রুমমেটের মাধ্যমে খাবার রুমে নেয়ার ব্যবস্থা করবে। অন্যথায় ডাইনিং কর্মীগণ রুমে খাবার পাঠিয়ে দিবে।
একাধারে দশ দিন খাবার গ্রহণ থেকে বিরত থাকলে 400/-টাকা ফেরত দেয়া হবে অথবা পরের মাসের ফি থেকে কম নেয়া হবে। একাধারে বিশ দিন হলে 600/- টাকা এবং পুরো মাস হলে 800/- টাকা ফেরত পারে অথবা পরের মাসের ফি থেকে কম নেয়া হবে।
সরাসরি-চট্টগ্রাম ছাত্রীনিবাস, পারসিভিল হিল, কলেজ রোড, চকবাজার, চট্টগ্রাম। অথবা ফোনঃ 031618888, 01842349503, 01554349503 অথবা ছাত্রীনিবাসের ওয়েবসাইট www.Chattrinibasctg.com এর Contact Us Form এর মাধ্যমে।
অফিস চলাকালীন অফিসে। বিকাশ অথবা ব্যাংক এর মাধ্যমেও জমা দেয়া যাবে। বিকাশ নাম্বার অথবা ব্যাংক একাউন্ট নাম্বার তত্ত্বাবধায়ক এর সাথে যোগাযোগ করে সংগ্রহ করা যাবে।