031618888, 01554349503, 01842349503    ccnctg2006@gmail.com
CCN LOGO






FAQ


(Frequently Asked questions)


প্রতিষ্ঠা ও পরিচালনা
নিট ট্রাষ্ট্রের পরিচালকবৃন্দ যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সাথে জড়িত তাদের দ্বারা এ প্রতিষ্ঠানটি পরিচালনা পর্ষদ গঠিত হয়।
গার্ড ও অফিস সহকারী ব্যতীত সকল কর্মকর্তা ও কর্মচারী মহিলা।
নিরাপত্তা ব্যবস্থা
সার্বক্ষণিক গার্ড নিয়োজিত আছেন।
হ্যাঁ, আছে। সিসিটিভির মাধ্যমে হোষ্টেল সুপার ও ডিরেক্টরগণ মনিটরিং করে থাকেন।
প্রত্যেক শিক্ষার্থীকে প্রবেশ ও বাহির এর সময় গেইটে সংরক্ষিত ডিজিটাল মেশিনে ছাত্রীনিবাস কর্তৃক প্রদত্ত আইডি কার্ডটি পাঞ্চ করতে হয়। এর মাধ্যমে তাদের ডাটা সমুহ সংরক্ষিত হয়।
হ্যাঁ, আছে। আইডি কার্ডটি পাঞ্চ করার সময় অভিভাবকের নিকট সয়ংক্রিয়ভারে একটি এসএমএস পাঠানো হয়। যাতে অভিভাবকগণ তার সন্তানের অবস্থান জানতে পারেন।
দীর্ঘ ছুটির ব্যাপারে অভিভাবকগণ হোস্টেল সুপারকে অবহিত করবেন। যথাস্থানে পৌঁছার পর অভিভাবক পুণরায় হোস্টেল কর্তৃপক্ষকে অবহিত করবেন।
ভর্তি প্রক্রিয়া
দুই ধরণের।
একক সিট ও দ্বৈত সিট
একক সিট হল প্রত্যেক ছাত্রীর জন্য আলাদা আলাদা সিট।
একটি ডবল আকৃতির সিট, যাতে একসাথে দুজন ছাত্রীর ঘুমানোর ব্যবস্থা আছে। এক সিটে দুজন ঘুমালেও প্রত্যেকের পড়ার টেবিল ও চেয়ার ভিন্ন ভিন্ন।
ভর্তি হওয়ার পর ছাত্রীদের থাকার জন্য ঘুমানোর খাট, পড়ার চেয়ার, টেবিল, ফ্যান, লাইট ইত্যাদি ছাত্রীনিবাসের পক্ষ থেকে সরবরাহ করা হয়।
2100/- টাকা।
একক সিট মাসিক 5000/- টাকা, দ্বৈত সিট মাসিক 5500/- টাকা।
চলমান মাসের ফি চলমান মাসের 5 তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
আছে। যথাসময় পরবর্তী 10 তারিখের মধ্যে পরিশোধ করলে অতিরিক্ত 100/- দিতে হবে। চলমান মাসের 15 তারেখের মধ্যে পরিশোধ করলে অতিরিক্ত 200/-টাকা দিতে হবে। 15 তারিখের মধ্যে সম্ভব না হলে 300/- টাকা অতিরিক্ত দিতে হবে।
যে মাসে সিট বাতিল করা হবে সে মাসের পূর্ববর্তী মাসের 5 তারিখের মধ্যে অভিভাবকের স্বাক্ষরসহ দরখাস্ত জমা দিতে হবে এবং যাবতীয় পাওনা পরিশোধ করতে হবে। নতুবা ফি অব্যাহত থাকবে।
  • প্রথমে আমাদের ওয়েবসাইটে এ্যাডমিশন পেইজ এর ফরমটি পূরণ করতে হবে।
  • ছাত্রীর সদ্যতোলা দুকপি পাসপোর্ট সাইজের ছবি
  • অভিভাবকের দুকপি পাসপোর্ট সাইজের ছবি
  • লিগ্যাল অভিভাবকের দুকপি পাসপোর্ট সাইজের ছবি
  • সর্বশেষ শিক্ষা সমাপ্তির মার্কসিট অথবা সনদপত্রের ফটোকপি
  • প্রয়োজনীয় বইপত্র
  • প্রয়োজনীয় জামাকাপড়
  • বিছানা চাদর
  • মশারি
  • পানি সংরক্ষণের জন্য বালতি
  • খাবার পানির জগ-গ্লাস
  • খাবার প্লেট
  • মুল্যবান জিনিষপত্র সংরক্ষণের জন্য তালাচাবি সমেত একটি ট্যাংক
  • অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিষপত্র
যে মাসে সিট বাতিল করতে চায় তার পূর্ববর্তী মাসের 05 তারিখের মধ্যে অভিভাবকের স্বাক্ষরসহ দরখাস্ত জমা দিতে হবে এবং যাবতীয় পাওনা পরিশোধ করতে হবে। নতুবা ফি অব্যাহত থাকবে।
খাবার সংক্রান্ত
ছাত্রীনিবাসের ডাইনিং হলে।
চার বার
সকালের নাস্তা
দুপুরের ভাত
বিকালের নাস্তা
রাতের ভাত
হ্যাঁ, আছে। ডাইনিং রুমের নোটিশ বোর্ড এ খাবার গ্রহণের সময় নির্ধারিত করা নোটিশ থাকবে।
  • বিকালে নাস্তায় নুডলস/সেমাই/বুট-মুরি, পেয়াজু/সিঙ্গারা অথবা যে কোন ঝাল নাস্তা ইত্যাদি চক্রাকারে দেয়া হয়।
  • দুপুরের খাবারে মাছ/মাংস/ডিম, শাক/সবজি, ডাল ইত্যাদি চক্রাকারে দেয়া হয়।
  • সকালের নাস্তায় নান/পরটা/খিচুড়ি/ভাত ইত্যাদি চক্রাকারে দেয়া হয়।
  • রাতের খাবারে মাছ/মাংস/ডিম, শাক/সবজি, ডাল ইত্যাদি চক্রাকারে দেয়া হয়।
ছাত্রীরা অতিরিক্ত কিছু রান্না করে খেতে চাইলে তার জন্য আলাদা রান্না ঘর আছে। সেখান থেকে তারা নিজেরা রান্না করতে পারবে।
বাস্তবিক অসুস্থতার জন্য তত্ত্বাবধায়কের সাথে আলাপ করে তার রুমমেটের মাধ্যমে খাবার রুমে নেয়ার ব্যবস্থা করবে। অন্যথায় ডাইনিং কর্মীগণ রুমে খাবার পাঠিয়ে দিবে।
এ ধরণের সমস্যা সৃষ্টি হলে পূর্বদিন তত্ত্ববধায়ককে অবহিত করবে। তত্ত্বাবধায়ক প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করবেন।
যথাসময়ে লিখিতভাবে তত্ত্বাবধায়ককে অবহিত করতে হবে।
একাধারে দশ দিন খাবার গ্রহণ থেকে বিরত থাকলে 400/-টাকা ফেরত দেয়া হবে অথবা পরের মাসের ফি থেকে কম নেয়া হবে। একাধারে বিশ দিন হলে 600/- টাকা এবং পুরো মাস হলে 800/- টাকা ফেরত পারে অথবা পরের মাসের ফি থেকে কম নেয়া হবে।
Each item in PrepBootstrap is maintained to its latest version. This ensures its smooth operation.
অফিস সংক্রান্ত
সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত বিরতি।
রবিবার সাপ্তাহিক ছুটির দিন। (এক থেকে দশ তারিখ পর্যন্ত প্রতিদিন খোলা)
সরাসরি-চট্টগ্রাম ছাত্রীনিবাস, পারসিভিল হিল, কলেজ রোড, চকবাজার, চট্টগ্রাম। অথবা ফোনঃ 031618888, 01842349503, 01554349503 অথবা ছাত্রীনিবাসের ওয়েবসাইট www.Chattrinibasctg.com এর Contact Us Form এর মাধ্যমে।
অফিস চলাকালীন অফিসে। বিকাশ অথবা ব্যাংক এর মাধ্যমেও জমা দেয়া যাবে। বিকাশ নাম্বার অথবা ব্যাংক একাউন্ট নাম্বার তত্ত্বাবধায়ক এর সাথে যোগাযোগ করে সংগ্রহ করা যাবে।
শিক্ষার্থী আমাদের ওয়েবসাইটে login করে My MF Account ম্যানুতে ক্লিক করে জানতে পারবে।
অফিসে তত্ত্বাবধায়ককে সরাসরি অথবা আমাদের ওয়েবসাইটে login করে My Demand ম্যানুতে ক্লিক করে জানাতে পারবে।

Lightweight Jacket

$58.79

Nulla eget sem vitae eros pharetra viverra. Nam vitae luctus ligula. Mauris consequat ornare feugiat.

Size
Color